রাজশাহীর আমের বিশেষত্ব এবং কেন এটি সবচেয়ে সেরা
রাজশাহীর আমের বিশেষত্ব ও আমের স্বাদ বলতে কোন বিষয়টি সবার আগে মনে পড়ে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি আমাদের মনে সর্বপ্রথম রাজশাহী বিভাগের নামটাই মনে পড়বে। আপনি যদি রাজশাহী আম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আজকের আয়োজন আপনার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমের স্বাদ ও সাইজ হয় আমের জাত আনুযায়ী। রাজশাহীর আমের স্বাদ ও গন্ধ অতুলনীয়। আমরা রাজশাহীতে সর্বউৎকৃষ্ট আম পাই এর কারন হল এর জলবায়ু ও রাজশাহীর মাটি। উন্নত জাতের আমের জন্য রাজশাহীর মাটিই সবচেয়ে সেরা যা বাংলাদেশের অন্য কোন স্থানে পরিলক্ষিত হয় না।
আমরা সবাই জানি জ্যৈষ্ঠ মাসে আম পাকে, সেই মাসে দেশের প্রায় সব স্থানে আমের সুগন্ধ ছড়াতে থাকে। সাধারনত উন্নত ভাল আম কোথায় থেকে আসে? কোথায় থেকে আবার, রাজশাহী বিভাগ ও এর পার্শবর্তী এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই আম সরবরাহ করা হয়ে থাকে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url