ইমান শব্দের অর্থ কি?

 ইমান শব্দটি আরবি শব্দ থেকে এসেছে, ইমান শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস।

ইমান কাকে বলে?

মান কাকে বলে,বলতে গেলে অল্প কথায় বলা সম্ভব না, তবে এটুকু বলা যায়,আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, এই সকল বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা,মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ ও জীবন পরিচালনা করার নামই হচ্ছে ইমান। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত।  যথা কালেমা নামাজ রোজা হজ ও জাকাত।  কালেমা না জানলে আন্তরিকভাবে স্বীকার না করলে কোন মুসলমান ঈমানদার হইতে পারেনা। কালেমা গুলোর মধ্য থেকে কালেমায়ে তাইয়্যেবা ও শাহাদাত কে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করা ও তথা অনুযায়ী আমল করা মুসলমানদের জন্য প্রথম ফরজ।

ইমানের বিবরন:

ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর এভাবে দাঁড়িয়ে আছে ।এই পাঁচটি স্তম্ভের মধ্যে কোন একটি ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। আর এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম যেটি আছে সেটি হল, কালেমাহ।আর 4 টি হল, নামা নামাজ, রোজা, হজ ও যাকাত।কালেমা না জানলে আন্তরিকভাবে স্বীকার না করলে কি হই মুসলমান বা ঈমানদার হইতে পারে না।ইসলামের চারটি কালেমা, এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কালেমা হলো কালেমা তাইয়্যেবা কালেমা শাহাদাত। কালেমা তাইয়্যেবা ও কলেমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস স্থাপন  করা মুসলমানদের জন্য প্রথম অত্যাবশ্যকীয় কাজ অর্থাৎ প্রথম ফরজ।

ইমানকে আরও শক্তিশালী করুন:

মহান আল্লাহতালা একজন, তিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ।  তিনি প্রতিদান দিবসের মালিক, শেষ বিচার দিনের মালিক, তিনি পরকালে আমাদের হিসাব নেবেন। সেই হিসাবের জন্য মহান আল্লাহ তা'আলা নিষ্পাপ ফেরেশতাদের মারফতে নিষ্পাপ রাসূলের কাছে নির্ভুল কুরআন এবং নিখুঁত আদর্শ অর্থাৎ সুন্নত পাঠায়াছেন। এই নব ভূমন্ডলে মানুষকে কাজ করার জন্য নির্ধারিত শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কাহাকেও সীমাহীন ক্ষমতা প্রদান করেন নাই বা কাহাকেও একেবারে অক্ষম করেন নাই। সমস্ত মানুষকে তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন এবং আবার মানুষকে পুনরায় জীবিত করবেন। যাহারা মহান আল্লাহতালা কে বিশ্বাস করেছে, আল্লাহর মনোনীত বিধান অনুযায়ী জীবন-যাপন ও চরিত্র গঠন করেছে, তাহাদিগকে পুরনো জীবিত করে মহান আল্লাহ তালা চিরশান্তির জান্নাত দান করবেন।  আর যারা মহান আল্লাহতালা কে বিশ্বাস করেনি, আল্লাহর মনোনীত বিধান অনুযায়ী অর্থাৎ আল্লাহর নিয়মের বিরুদ্ধে জীবন  পরিচালনা করেছে, তাহাদিগকে চিরকাল দুঃখ-দুর্দশার জাহান্নামের যন্ত্রণায় শাস্তি দিতে থাকবেন।  এই কথাগুলো অন্তরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান।  এটা হল ইসলামের প্রাথমিক স্তর।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url